বাগেরহাটে আ’লীগ নেতা হত্যায় মামলা দায়ের
প্রকাশিত : ২ মে ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে আওয়ামী লীগ নেতা মাহামুদ শেখের (৩৮) লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী পপি বেগম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের বাকেরকান্দি খাল থেকে ওই নেতার লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার বাদী পপি বেগম সাংবাদিকদের জানান, এলাকার কয়েক ব্যাক্তির সাথে মাহামুদের বিরোধ চলে আসছিল। পরিকল্পিত ভাবেই বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যার বিচার দাবী করেন। নিহত আওয়ামী লীগ নেতা মাহামুদের ঐষি নামের পাঁচ বছর বয়সের একটি মেয়ে ও আলিফ নামের ৫ মাস বয়সের একটি ছেলে রয়েছে।
এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, নিহতের স্ত্রী পপি বেগম বাদি হয়ে থানায় শুক্রবার রাতে একটি হত্যা মামালা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান শুরু হয়েছে।