গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশিত : ২ মে ২০২০
গাজীপুরের শ্রীপুর উপজেলায় তুলার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাত ইউনিটের ১৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার টেপিরবাড়ী এলাকার ‘ভিয়েলা টেক্স লিমিটেডের’ (ইউনিট-২) ওই গুদামে আগুন লাগে। আহতরা হলেন- কারখানার শ্রমিক মো. ফারুক (৫৫), মো. রমজান আলী (৩৫) ও মুজিবুর রহমান (৪২)।
কারখানার ব্যবস্থাপক সারোয়ার হোসেন বলেন, “বেলা ১টার দিকে তুলার গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে মোট ৭টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। “আগুন নেভানোর এক পর্যায়ে রাত ৯টার দিকে গুদামের দক্ষিণ পাশের দেয়াল ধসে পড়ে। আর আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হন।
গাজীপুর ফায়ার সার্ভিসের (জোন-৩) উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম বলেন, “ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় শনিবার সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।