রাশিয়ায় করোনা ভাইরাসে একদিনে ৭ হাজার ৯৩৩ জন আক্রান্ত
প্রকাশিত : ২ মে ২০২০
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৯৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৩১ জনে। যদিও প্রথমদিকে রাশিয়ায় সেভাবে করোনার সংক্রমণ পরিলক্ষিত হয়নি। কিন্তু গত কিছুদিনের মধ্যেই দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১ হাজার ১৬৯ জন মারা গেছেন।
এদিকে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে আলোচনা চলাকালীন তিনি তার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। করোনা ভাইরাসে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত লক্ষাধিক মানুষের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২২০ জন। তবে আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন ২ হাজার ৩০০ রোগীর অবস্থা আশঙ্কাজনক।