কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত
প্রকাশিত : ১ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০১ মে।। পটুয়াখালীর কলাপাড়ায় টিউবওয়েল পানি গড়িয়ে বাড়ির ভিতরে প্রবেশ করায় ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মো. হাবিবুর রহমান সিয়াম (১২) কে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ধুলাসর ইউনিয়নের কাউয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় তার পিতা যুবলীগ নেতা মুসা তালুদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত সিয়াম জানান, ঘটনার দিন বাড়ির মসজিদে ইফতারি দিয়ে নামাজ পরার জন্য টিউবওয়েল ওজু করি। এসময় ওজুর পানি গড়িয়ে পাশের বাড়িতে যায়। এ নিয়ে কাথা কাটা কাটি হয়। এক পর্যায় একই এলাকার রাকিবুল, আবুল খায়ের, আবু তাহের লাঠি দিয়ে পিটাতে থাকে। ডাকচিৎকার দিলে লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
সিয়াম পিতার নেতা মুসা তালুদার জানান, পূর্বশত্রæতার জেরধরে তার ছেলের উপর হামলা করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। মহিপুর থানা ওসি মো. মনিরুজ্জামান জানানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।