কলাপাড়ায় বালু ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ১ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০১মে।।পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা দায়ে মো.কামাল হোসেন নামের এক বালু ব্যবসায়িকে ৫০ হাজার টাকা অর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালদত।
শুক্রবার দুপুরে উপজেলার মহিপুরে নিবার্হী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল নেতৃত্বে গঠিত ভ্রম্যমান আদালত এ অর্থদন্ড দিয়েছেন। এছাড়া একই দিন উপজেলার মহিপুর বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দায়ে এক দোকানিকে চারশ টাকা জরিমানা আদায় করেন বলে জানা গেছে।