ঝিনাইদহ বড় খাজুরার পাখি ভ্যান চোর চক্রের সদস্য নাজমুল হলিধানীতে জনতার হাতে আটক
প্রকাশিত : ১ মে ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে পাখি ভ্যান চোর চক্রের সদস্য জনতার হাতে আটক। শুক্রবার সকালে হলিধানী বাজারে অসহায় দরিদ্র ভ্যান চালক স্বপন আলী কাচা বাজারে ভ্যান রেখে বাজার করতে গেলে, সুযোগ বুঝে চোর ভ্যানের তালা খুলে পালিয়ে যাওয়ার সময়,ভ্যানের মালিক স্বপন তাকে হাতে নাতে ধরে ফেলে।
এ সময়ে তার সাথে থাকা পবহাটির নজরুল, বিষয় খালির এনামুল,নারিকেল বাড়িয়ার হান্নান পালিয়ে যায়। খবর শুনে কাতলা মারি ক্যাম্পের পুলিশ এসে তাকে উদ্ধার করে। আটককৃত চোর ঝিনাইদহ পৌরসভার বড় খাজুরা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে নাজমুল (২৯)। সে এ পর্যন্ত হলিধানী থেকে ৮ টি পাখি ভ্যান, ৫ টি বাই সাইকেল চুরি করেছে, চুরি করা ভ্যান নগর বাথান রফিকুল মিস্ত্রীর কাছে বিক্রি করেছে বলে সে স্বীকার করে।
এ ব্যাপারে কাতলা মারি পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ আনিছুর রহমান জানান,আটককৃত চোর ভ্যান চুরির সময় জনতার হাতে ধরা পড়ে,খবর পেয়ে আমরা এসে তাকে উদ্ধার করে জেল হাজতে প্রেরনের লক্ষে থানায় হস্তান্তর করেছি।