কলম যোদ্ধা খোকনের বিদায়
প্রকাশিত : ১ মে ২০২০
কলম যোদ্ধা খোকনের বিদায়
জানি, আজ হয়তো সবাই ক্লান্ত
তাহলে কেউ কি শুনবে এই মৃত্যু গল্প?
তারপরও বলতেই হবে তাঁর কথা,
আজ শোকের ক্রান্তি লগ্নে
আমরা আরো শোকাহত সব!
আজ মৃত্যুর খবরের ¯্রােতে
মর্মাহত আরও একটি খবরে!
আজ করোনা লাশের মিছিলের ভিড়ে
আরো একটি অনাকাঙ্কিত লাশ!
সে আর কেউ নয়ৃৃ-
সাহসী এক কলম যোদ্ধার লাশ
হুমায়ন করির খোকনের বিদায়!
ধরনীর বুকে আড়াই দশক ধরে
কলম হাতে সাংবাদিক পেশায় যোদ্ধা
যাঁর সংগ্রাম ছিল সত্যের অন্বেষনে
কলমের আগুনে পুড়েছে সকল অন্যায়
ন্যায়ের পথে খুঁজেছেন শান্তির ভান্ডার ।
করোনা যুদ্ধেও থামেনি যাঁর কলম
তুলে ধরেছেন করোনার মায়াহীন তান্ডব!
(অপর পৃষষ্ঠায় দেখুন)
সেই কলম যোদ্ধা নিলেন বীরের মত বিদায়
তবু মাথানত করেনি একবারের জন্যও!
হাসতে,হাসতে বিদায় নিলেন পৃথিবী হতে।
যাঁর শুন্যতা স্বজনের কাছে দুঃস্বপ্নের মতো!
যাঁর শূন্যতা সাংবাদিক মহলে অবিশ্বাস্য!
যাঁর শূন্যতা জাতির কাছে চরম শোকের!
তবে সেই মুখটি যেন হাসছে সবার সামনে
হে কলম যোদ্ধা তোমার জন্য কাঁদছে সংবাদ জগৎ
তোমার জন্য কাঁদছে পুরো জাতি।।
মোঃ আব্দুর রহমান(পিয়ার)
গ্রামঃ বালিয়াডাঙ্গা,পোষ্টঃ বিপিন নগর
থানাঃ কালীগঞ্জ, জেলাঃ ঝিনাইদাহ