কলাপাড়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের খাদ্য সহায়তা প্রদান
প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,৩০এপ্রিল।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে কর্মহীন ও ঘরমুখো ক্ষুদ্র ব্যবসায়ীদের হাত খাদ্য সহায়তা তুলে দিয়েছেন শহর ব্যবসায়ি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.ফিরোজ শিকদার। বৃহস্পতিবার সকালে তার নিজ ব্যবসায়ি প্রতিষ্ঠান শিকদার বুটিকস হাউস’র সামনে অর্ধশতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।
এ সময় পৌর কাউন্সিলর মো.হুমায়ুন কবির, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামিমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া তিনি পনের দিন ধরে পৌর শহরের অসহায় ক্ষুদ্র ব্যবসায়িদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। শহর ব্যবসায়ি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.ফিরোজ শিকদার বলেন, এ পর্যন্ত প্রায় দুইশাতাধিক ক্ষুদ্র ব্যাবসায়ী, অসহায়, কর্মহীন ও দুস্থ্যদের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছি।
এই দুর্যোগ কালীন সময় আমার পক্ষ থেকে এ খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত থাকবে। করোনা ভাইরাস মোকাবেলায় তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও ঘরে থাকার আনুরোধ জানান।