শৈলকুপায় ৫০০ পরিবারের মাঝে বিএনপি নেতার ত্রান বিতরণ

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রীবেনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ত্রান বিতরণ করছেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাফর ইকবাল মোল্লা। এক সপ্তাহ ধরে তিনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে কর্মহীন অসহায় দিনমজুর পরিবারের মাঝে ত্রান বিতরণ করে যাচ্ছেন। বৃহস্পতিবার গ্রামের মাঝের পাড়ায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।

এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দীন মোল্লা, যুবদল নেতা আমিরুল ইসলাম ও লাভলু মন্ডল উপস্থিত ছিলেন। ত্রীবেনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর ইকবাল মোল্লা জানান, করোনা পরিস্থিতি যতদিন থাকবে ততদিন তিনি হতদরিদ্রদের পাশে দাড়াবেন। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে তিনি এই ত্রান বিতরণ করে অসাহায়দের পাশে থাকার চেষ্টা করছেন।

 

আপনার মতামত লিখুন :