বাগেরহাটে বিকাশ প্রতারণা চক্রের মূল হোতা সিয়াম চৌধুরী আটক

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০

শেখ সাইফুল ইসলাম কবির. সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বিকাশ প্রতারণা চক্রের মূল হোতা সিয়াম চৌধুরী আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের সামছুর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এব্যাপারে মোংলা থানায় সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল এ তথ্য জানায়।

পুলিশ জানায়, পৌর শহরের ২নং ওয়ার্ড সামছুর রহমান সড়কের বাসিন্দা বাবুল চৌধুরীর ছেলে সিয়াম চৌধুরী (২২) দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের বিকাশ একাউন্ট হ্যাক করে টাকা উত্তোলন করতো। সম্প্রতি সরকারের মাতৃত্বকালীন ভাতা দেয়া প্রায় ২০/২৫ জনের ভাতার টাকা বিকাশের মাধ্যমে আসলে সিয়াম মুহুর্তের মধ্যে ওই সকল বিকাশ একাউন্টের সমুদয় টাকা ডিজিটাল প্রতারনার মাধ্যমে সেন্ড মানি করে নিয়ে যায়। থানার এমন একটি সাধারন ডায়রীর অভিযোগের সুত্রধরে তার নিজ বাড়ি থেকে প্রতারনার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও অনান্য উপকরন সহ সিয়ামকে আটক করা হয়।

তবে পুলিশের জিজ্ঞাসাবদে বিকাশ হ্যাকিংসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে সিয়াম বলে জানান ওসি ইকবাল বাহার চৌধুরী। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :