সাইকেল কেনার টাকা করোনার তহবিলে দিলো ক্ষুদে শিক্ষার্থী
প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০
ময়মনসিংহের গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদমান সাকিব সোয়াদ শখের সাইকেল কেনার জমানো ১৫ হাজার ৭০০ টাকা তুলে দেয় করোনার ত্রাণ তহবিলে। বুধবার দুপুরে ইসলামিয়া হাইস্কুলের পেছনে ত্রাণ বিতরণ করছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মাহবুব-উর-রহমান।
খবর পেয়ে সেখানে ছুটে যায় সাদমান সাকিব সোয়াদ। ইউএনওর হাতে তুলে দেয় তার মাটির ব্যাংক। সাইকেল কেনার টাকা, ঈদ বকশিস ও টিফিনের বেঁচে যাওয়া টাকাসহ সব মিলিয়ে ১৫ হাজার ৭০০ টাকা জমেছিল ছোট্ট মাটির ব্যাংকটিতে।
ইউএনও বলেন, ক্ষুদে শিক্ষার্থীর মহানুভবতা আমাকে খুবই মুগ্ধ করেছে। দরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। ছেলের এমন কাজে বাবা মাধ্যমিক স্কুল শিক্ষক শাহাদাত হোসেন এবং মা রহিমা খাতুন দুজনেই বেশ খুশি।