শরীয়তপুরে ১ হাজার ৮শ‘ স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০

শরীয়তপুর প্রতিনিধি: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শরীয়তপুরে ৬ উপজেলায় ১ হাজার ৮শ‘ হাজার স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধাবার সকালে ভেদরগঞ্জ এমএ রেজা সরকারি কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন, শরীয়তপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যাট নাদিরা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল-নাসীফ, এম এ রেজা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সাজনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট মোজাফর আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, প্রতিটি উপজেলায় ৩’শ জন’কে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান, ১টি মাক্স বিতরণ করা হয়।

 

আপনার মতামত লিখুন :