প্রিয়াঙ্কার খোলামেলা পোশাক বিতর্ক নিয়ে মুখ খুললেন মা মধু চোপড়া

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২০

উন্মুক্ত বক্ষ, নাভিতে বসানো হীরে ঠিকরে বেরচ্ছে দ্যুতি। সাহসী পোশাকে ২০২০’র গ্র্যামির মঞ্চে যেন ঝড় তুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। খোলামেলা পোশাকের জন্য এর আগেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কিন্তু এবার দেশি গার্লের ‘গ্র্যামি’ যেন নয়া বিতর্ক সৃষ্টি করেছিল নেট দুনিয়ায়। যে বিতর্ক পাশ্চাত্য থেকে আছড়ে পড়েছে ভারতের বিনোদন দুনিয়ায়। প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে ছবি পোস্ট করেছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রড্রিক্স। মেয়ের এমন পোশাক বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন মা মধু চোপড়া।

 

প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেন, ‘যত সমালোচনা-বিতর্ক হবে প্রিয়াঙ্কাকে নিয়ে ও আরও শক্ত হবে। আমি ওকে এভাবেই বড় করে তুলেছি যেন সে নিজের শর্তে বাঁচে। যারা এ ধরনের কদর্য মন্তব্য করে তাদেরকে আদপে কেউ চেনেনও না। এনারা শুধু কম্পিউটার স্ক্রিনের পিছনেই নিজেদের লুকিয়ে রাখেন। কাজেই এদের খুব বেশি একটা গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। ওরা শুধু গুরুত্ব পাওয়ার জন্যই এমন মন্তব্য করে থাকেন। প্রিয়াঙ্কা খুব স্মার্টভাবে পোশাক সামাল দিয়েছে।’আন্তর্জাতিক এক ম্যাগাজিনে পোশাক বিতর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন প্রিয়াঙ্কাও। তার কথায়, ‘আমি আমার পোশাক নিয়ে সবসময়েই বেশ আত্মবিশ্বাসী।

 

বাড়ির বাইরে পা রাখার আগে যদি আমার ঠিকঠাক না মনে হয়, আমি বেরোই না সেই পোশাকে!’ প্রসঙ্গত, গ্র্যামি পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে নেটিজেনরা কদর্য মন্তব্য করতেও ছাড়েননি। ‘নিম্নমানের নির্লজ্জ মহিলা’র তকমাও সাঁটা হয়েছে অভিনেত্রীর উপর। কেউ কেউ আবার কুরুচিকর পোশাক বলেও মন্তব্য করেছেন। ‘কপি ক্যাট’ বলে তুলনা টেনেছেন জেনিফার লোপেজের সঙ্গে। কারণ, এমনই একটি পোশাক পরে ২০০০ সালে গ্র্যামি পুরস্কারের রেড কার্পেটে হেঁটেছিলেন জেনিফার লোপেজ। যদিও তার পোশাকের রং ছিল সবুজ।

 

আপনার মতামত লিখুন :