শরীয়তপুরে কৃষকদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবকলীগ
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মধ্য ছয়গাঁও গ্রামে গরীব চাষিদের পাকা ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালাম ও সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকারের উদ্যোগে এ কার্যক্রম করা হয়। তারা জানান, পর্যায়ক্রমে আরও অনেক চাষির ধান কেটে দেওয়া হবে। দেশের এই সংকট সময়ে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।
ধানকাটায় অংশগ্রহণকারী শরীয়তপুর পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিল্লুর রহমান সবুজ বলেন, করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে। এই পরিস্থিতিতে মাঠের বেশিরভাগ কৃষকের ধান পেকে গেছে। শ্রমিক সংকটে চাষিরা ধান কেটে ঘরে ওঠাতে পারছেন না। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরীব, হতদরিদ্র ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা চলমান থাকবে।