ঝিনাইদহে গরীব দুস্থ মানুষের পাশে বিএনপির চলছে ব্যাপক ত্রাণসামগ্রি বিতরণ, থাকবে চলমান
প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে করোনা ভাইরাস বিশ্ব মহামারির ফলে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, সাবেক ছাত্রনেতা, ঝিনাইদহ ২ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী,
হরিনাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব, জননেতা আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ, এর সার্বিক সহযোগিতায়, হরিনাকুণ্ডু উপজেলা ও পৌর সভার, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তারেক পরিষদ ও ছাত্রদল, নেতাদের হাতে গরীব দুস্থ মানুষের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন এবং সকলের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছিয়ে দেয়ার নির্দেশ দেন জেলা বিএনপির সদস্য সচিব।
তিনি আরো জানান আগামি ১০ রমজানের পর আবারো ৫ হাজার পরিবারের মাঝে ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পান্নু। হরিনাকুণ্ডু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য, মোঃ তাইজাল হোসেন, হরিনাকুণ্ডু উপজেলা বিএনপির সদস্য ও ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক,এ্যাডঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, ফলসী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক, মোঃ গোলাম রহমান, সহ হরিনাকুণ্ডু উপজেলা কৃষকদলের সদ্য সাবেক, সিনিয়র, যুগ্ম আহবায়ক, মোঃ রাজু আহাম্মেদ জামাল, হরিনাকুণ্ডু উপজেলা শ্রমিক দলের সভাপতি, মোঃ আফজাল হোসেন,
উপজেলা সেচ্ছাসেবক দলের, সভাপতি, নজরুল ইসলাম নজির, হরিনাকুণ্ডু পৌর শ্রমিক দলের সভাপতি, মিলন হোসেন, হরিনাকুণ্ডু উপজেলা যুবদলের সদ্য সাবেক, সাধারন সম্পাদক, মোঃ হেকমত আলী, হরিনাকুণ্ডু উপজেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক, আলিমদ্দিন, হরিনাকুণ্ডু উপজেলা সেচ্ছাসেবক দলের, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ ফিরোজ আহাম্মেদ, হরিনাকুণ্ডু উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, নাজমুল হুদা রিপন। তাছাড়া ছাত্রদলের পক্ষ থেকে একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।