মুন্সীবাজার এসোসিয়েশন ইউকে উদ্যাগে ৩শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: রাজনগরে মুন্সিবাজার এসোসিয়েশন ইউকে এর উদ্যাগে ৩শত পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ ২৬ এপ্রিল সকালে। সংগঠনের পক্ষ থেকে বালিগাও, বাঙ্গালী, আলীচর গাও,ফরিদপুর, নিধনপুর, ইটা-চা-বাগান, উদনা চা-বাগান, হাজীনগর চা বাগান, করিমপুর চা-বাগান,মোদিনিমহল, সোনাটিকি, গয়াসপুর,কাজির হাট, মধ্য ও দক্ষিন খলাগাও,ব্রাক্ষন গাও, নয়াটিলাসহ বিভিন্ন এলাকায় গাড়ী দিয়ে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের বাংলাদেশ টিম এর পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ হারুন মিয়া, হাকিবুর রহমান চুনু, সুলেমান মিয়া,ফখরুল ইসলাম, শাফুর রহমান,সেলিম আহমদ, বধরুল হোসেন বাবলু, শাহ আফজল আলী, জালাল আহমদ প্রমুখ। সংগঠনের সভাপতি মোঃ খয়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসোইন বাংলাদেশ টিমের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন- সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই গরীব ও অসহায় লোকজনদের পাশে রয়েছে।
মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে ৩শত পরিবারকে প্রায় ১৫দিনের খাবার ও ইফতার সামগ্রী দিয়েছি। বিতরণ কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।