খালেদা জিয়ার সূস্থ্যতা কামনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সূস্থ্যতা কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর নির্দেশনায় করোনা ভাইরাসে সৃষ্ট দূর্যোগে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলামের সার্বিক তত্বাবধানে ১ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। রোববার সকালে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ে কালিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১ হাজার অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক এসএম মশিয়ূর রহমান, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব এ্যাড. আবদুল মজিদ, এছড়াও যুগ্ম-আহবায়ক আক্তারজ্জামান, কামালা আজাদ পান্নু, আবদুল মজিদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব আতিয়ার রহমান, ইসরাইল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান মনা, কেন্দ্রিয় ছাত্রদল নেতা জাহিদ হাসান, ওহেদ আলী কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আয়নাল হাসান, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মিলন, তারেক জিয়া পরিষদ জেলা শাখার সাদারন সম্পাদক আবদুল মাজিদ, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শাহজাহান আলী খোকন, শহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, পর্যায়ক্রমে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় ধারাবাহিক ভাবে এ ত্রান বিতরন কর্মসূচি অব্যহত থাকবে।