করোনা যুদ্ধের মধ্যেও ফের ভাইরাল রানু মণ্ডল
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০
বিনোদন ডেস্ক : রানু মন্ডল। কেবারে সোজা বলিউড। জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন রানু মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া রানুর এর পর থেকে বহুদিন ধরেই খোঁজ মিলছিল না।
অবশেষ পাওয়া গেল। আলোচনায় আসলেন আবার। তবে না কোন নেগেটিভ বিষয় নয়। এবার প্রশংসার পুষ্পবৃষ্টি হচ্ছে রানুর ওপর। বাড়িতে বসেই পাড়ার দরিদ্র মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। লকডাউনে রেশনের ব্যবস্থা করেছেন অসহায়দের জন্য।
পাড়ার কিছু মানুষের সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগ নিয়েছেন রানু। পাড়ায় যারা গরিব ও অসহায় মানুষ রয়েছেন তাদের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছেন তিনি। বাড়ি থেকেই চাল, ডাল, আলু, আবশ্যকীয় জিনিসের যোগান দিচ্ছেন তিনি। তাঁর বক্তব্য, ঈশ্বর তাকে অনেক কিছু দিয়েছেন। বিনিময়ে এই মহামারিতে তিনিও মানুষের পাশে দাঁড়াতে চান।
সেই সঙ্গে সবাইকে করোনা মোকাবিলায় এগিয়ে আসারও আবেদন করেছেন রানু। এই প্রসঙ্গে রানু বলেন, “যেখানে ভালবাসা সেখানেই ভগবান। সততার ফল কখনও বৃথা যায় না। মানুষ ভাল কাজ করলে তার ফল কখনও না কখনও পাবে।