গলাচিপায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর টহল

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী টহল চালিয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে জনসাধারণকে সামাজিক দূরত্বে রাখতে শনিবার বেলা ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা উপজেলার কয়েকটি ইউনিয়নের বাজারের বিভিন্ন পয়েন্টে মাইকিং করেন।

এ সময় করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ করেন সেনা সদস্যরা। এছাড়া শহর ও গ্রামে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে পৌর শহরের প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সেনাবাহিনীর টহল শুরুর পরই মুহুর্তের মধ্যে বাজারের জমায়েত হওয়া স্পটগুলো ফাঁকা হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে এ সেনা টহল শুরু হয়েছে।

তিনি আরো জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। গলাচিপায় প্রতিটি এলাকায় মানুষকে সচেতন এবং বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারোন্টাইন নিশ্চিত করতে সেনাবাহিনী সদস্যরা সিভিল প্রশাসনকে সহযোগীতা করবে।

 

আপনার মতামত লিখুন :