ঝিনাইদহ র্যাব-৬’র হানায় হরিনাকুন্ডুর পারমথুরাপুর গ্রাম থেকে চোর গ্রেফতার
প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পর মথুরাপুর গ্রাম থেকে র্যাব এমদাদুল হক গাজী নামে এক পেশাদার চোরকে আটক করেছে। ঝিনাইদহ র্যাব থেকে পাঠানো শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এমদাদুল হক গাজী সাতক্ষিরার শ্যামনগর উপজেলার পড়শিমারী গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে।
র্যাব-৬’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পারমথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০১টি বাইসাইকেল, ০১টি রড কাটার, ০১টি রড তালা, ০১টি মোবাইল সেট, ০২টি সীম কার্ড এবং নগদ ২,৫০০/- টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় শনিবার একটি মামলা হয়েছে।