নতুন করে আরও ৩০৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত, মৃত্যু ৯ জন
প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০
গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৯৯৮ জন। মৃত্যু ৯ জন।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০ জন।
শনিবার (২৫ শে এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেওয়া হয়।
এতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।