বরগুনার আমতলীতে ৭০পরিবার পেল খাদ্য সহায়তা
প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০
কবির দেওয়ান, আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউনিয়নের উত্তরটিয়াখালী গুচ্ছগ্রামের ৭০ জন হতদরিদ্র কর্মহীনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে শুক্রবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন গুচ্ছগ্রামের মাঠে এ খাদ্য সহায়তা বিতরণ করেন।
জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে হতদরিদ্র ও কর্মহীন পরিবার খুঁজে খুঁজে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন শুক্রবার সদর ইউনিয়নের ৭০ পরিবারের মাঝে গেুচ্ছগ্রাম মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার তেল ৩ কেজি আলু দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম এন জামিউল হিকমা, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন প্রমূখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার সদর ইউনিয়নের উত্তরটিয়াখালী গুচ্ছগ্রামে বসবাসরত কর্মহী দরিদ্র ৭০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।