স্বামীর পর আক্রান্ত হলেন স্ত্রী, আমতলীতে করোনা আক্রান্ত বেড়ে ৫
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০
কবির দেওয়ান, আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে স্বামীর পর স্ত্রীও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী গ্রামের সেকান্দার মৃধার ছেলে জাকির হোসেন ১৯ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।
সে কারনে ২০ এপ্রিল তার স্ত্রী সেলিনা বেগমের নমুনাও সংগ্রহ করে ঢাকা রোগতত্ত¡ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সেলিনা বেগমের করোনা পজেটিভ জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, এ নিয়ে আমতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত ৫ জন। মৃত একজনের। আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, সেলিনা বেগমেরও আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য গত ৯ এপিল আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।
ওই সময় থেকে বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষনা করেন। বর্তমান আমতলী উপজেলা লকডাউন অবস্থায় রয়েছে। এনিয়ে আমতলীতে পাঁচ জন প্রাণঘাতী করোনা ভাইরাসের রোগী আক্রান্ত হয়েছেন।