দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী দিলেন যুবলীগ নেতা আজমত আলী
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০
নিউজ ডেস্ক: ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলীর ব্যক্তিগত তহবিল ও উদ্যোগে জননেতা শামীম ওসমান এমপির নির্দেশে করোনা ভাইরাসের প্রভাবে অসহায় নারী- পুরুষদের ঘরে ঘরে গিয়ে রমজান উপলক্ষে দ্ধিতীয় দফায় খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০ টা হতে ১ টা পর্যন্ত বিভিন্ন এলাকা কুতুবাইল,রামারবাগ,সস্তাপুর,পূর্ব লামাপাড়া,পশ্চিম লামাপাড়া,কোতালেরবাগ,লালখা,সেহারচরে দুস্থঃদের মাঝে ৫ কেজি চাল,আটা ৩ কেজি,আলু ৩ কেজি, বুট, পিয়াজ ১ কেজি,সয়াবিন তেল ১ লিটার,মসুরী ডাল ১কেজি,ডেটল সাবান ১পিস তুলে দেন ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী।
এ সময় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা জুয়েল হোসেন, সজীব,মমিন হোসেন মুরাদ,নাহিদ হোসেন,নজরুল ইসলাম,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক অনিক আহম্মেদ শাওন প্রমুখ।
তার আগে নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে আজমত আলী বলেন,আমার নেতা শামীম ওসমান এমপির নির্দেশ ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ ভূইয়া সাজনু ভাইয়ের তত্ত¡াবধানে রমজান উপলক্ষে অসহায়দের মাঝে দ্ধিতীয় দফায় ত্রান বিতরন করা হচ্ছে। এমন লোকও রয়েছে যারা কষ্টে আছে কিন্তু কাউকে বলতে লজ্জা বোধ করে।
তাদের তালিকা করে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। ৮০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য গত ২ এপ্রিল প্রথম দফায় উল্লেখিত পরিমান ত্রান সামগ্রী ৫৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছিল।