মৌলভীবাজার সরকারি স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন খেলার মাঠে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর অধিগ্রহনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ ২৯ জানুয়ারী দুপুরে স্কুলমাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

 

এ সময় কয়েকজন শিক্ষার্থী খেলার মাঠে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক অধিগ্রহন করে ভবন নির্মানের জায়গা বাতিলের দাবী করে বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

 

 

আপনার মতামত লিখুন :