বঙ্গোপসাগর থেকে লক্ষাধিক টাকার চোরাই জাল উদ্ধার

প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৩ এপ্রিল।। বঙ্গোপসাগর থেকে প্রায় লক্ষাধিক টাকা মুল্যের ১ হাজার মিটার চোরাই জাল উদ্ধার করেছে জেলে সংগঠন আশার আলো জেলে সমবায় সমিতির সদস্যরা। চুরি হওয়া জেলেদের অভিযোগের ভিত্তিতে কুয়াকাটার মাঝি বাড়ি সংলগ্ন সমুদ্র থেকে বুধবার সন্ধায় এ জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চোরাই জাল আশার আলো সমিতির সভাপতি নিজাম শেখের তত্বাবধানে রাখা হয়েছে। এ ঘটনায় সমুদ্রের জেলেদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

জেলেদের সুত্রে জানান, গত ২-৩দিন পুর্বে জেলে বেল্লাল মাঝি,হারুন মাঝি,খলিল গাজী ও মজিদ পহলানের ২৬ পিচ জাল সমুদ্র থেকে চুরি হয়ে যায়। অন্যান্য জেলেদের সহযোগিতায় জেলে সংগঠন আশার আলো সমিতির সদস্যরা ইউনুচ খাঁন সমুদ্রে পেতে রাখা গাঁতা থেকে ১৯পিচ জাল উদ্ধার করে বুধবার সন্ধ্যার দিকে কুয়াকাটা সৈকতে নিয়ে আসে। যার মুল্য প্রায় লক্ষাধিক টাকা।

আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ জানান, ভূক্তভোগী জেলেদের অভিযোগের ভিত্তিতে অন্যান্য জেলেদের সহযোগিতায় ইউনুচ খাঁনের গাঁতা থেকে চোরাই ১৯পিচ জাল উদ্ধার করা হয়েছে। বাকি ৭পিচ জালের কোন হদিস পাওয়া যায়নি। জাল চুরির বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়েছে। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন, করোনা ভাইরাসের সংক্রমনের মধ্যে জেলেদের জাল চুরির বিষয় ভূক্তভোগি জেলেরা তাকে জানিয়েছে।

 

আপনার মতামত লিখুন :