কলাপাড়া ধানখালীর অগ্নিকান্ডে শিকার পবিরারকে এমপি‘র নিজ তহফিল থেকে এক মাসের খাবর প্রদান
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০
এ. আর. কুতুবে আলম : গত ২২ এপ্রিল দুপুরে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন ধানখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম খবির গাজীর ঘর পোড়া অসহায় পরিবারকে এমপি মহিব্বুর রহমান মহিবের পক্ষে ছাত্রলীগ নেতা মোঃ জয়নাল মৃধা এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেছে।
এলাকা সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন ধানখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডেও মরহুম খবির গাজীর স্ত্রী নূরজাহান বেগমের বসবাসরত গৃহটি গত ২১ এপ্রিল দুপুরে আগুন গেলে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘরে থাকা কোন প্রকার আসবাবপত্র রক্ষা করতে পারেনি আগুনের লেলিহান থেকে। তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অসহায় হয়ে পড়েছে ঐ পরিবাওে সদস্যরা ।
এই অগ্নিকান্ডের ঘটনা শুনে পটুয়াখালী ৪ আসনের এমপি আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব তার নিজ তহফিল হতে ঐ পরিবারের জন্য গত ২২এপ্রিল এক মাসের বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী প্রদান করে। এই খাদ্য সামগ্্রী ঐ পরিবারের কাছে পৌছানোর দায়িত্ব প্রদান করেন ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তরুন তারণ্যময় ভরা নেতা মোঃ জয়নাল আবদ্দীন মৃধাকে। গত ২২ এপ্রিল দুপুওে জয়নাল আবদ্দীন মৃধা অগ্নি কান্ডে শিকার পরিবাওে প্রধান নুরজাহান বেগমের হাতে পৌছে দেন।
এ সময় ঐ অসহায় বিপদগ্রস্থ মহিলা নূরজাহান বেগম প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার ও তার পরিবারের জন্য চিৎকার দিয়ে প্রার্থনা করেন এবং এমপি জন্য দোয়া করেন। এমপি‘র কাছে একটি ঘর আবেদন করেছেন। এসময় জয়নালের সাথে ছাত্রলীগ নেতা মামুন মৃধা, সজবি মৃধাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।