পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশের ত্রাণ বিতরণ
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশের পক্ষ থেকে প্রতিবন্ধিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গলাচিপা থানা চত্বরে এ ত্রাণ বিতরণ করা হয়। করোনা প্রতিরোধ ও সতর্কতা কার্যক্রম এবং করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম এর উদ্যোগে বুধবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধিদের মধ্যে ত্রান বিতরণ করা হয়।
গলাচিপা থানার ১২টি ইউনিয়নে ও ১টি পৌরসভার বাছাই করা অপেক্ষাকৃত গরীব ও অসহায় কর্মহীন এবং প্রতিবন্ধীদের মধ্যে এই ত্রাণ সামগ্রী তুলে দেন গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম।
এসময় গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারনে কেউ ভয় বা আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারের আদেশ মেনে, অকারণে কাউকে বাড়ির বাইরে না আসা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, বেশি করে পানি পান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। তিনি এসময় কর্মহীন শ্রমিক ও প্রতিবন্ধীসহ সকলকে ধৈর্য্যরে সাথে এই পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান এবং এমন এক দূর্যোগ মুহূর্তে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।