আমতলী পৌরসভায় ৩শত হতদরিদ্রকে খাদ্যসহায়তা প্রদান
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০
কবির দেওয়ান, আমতলী: বরগুনার আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকার ৩ শত হতদরিদ্র কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে । মঙ্গলবার বিকাল ৫টায় হতদরিদ্র ও কর্মহীন পরিবারের ৩শত জনকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ১ কেজি ডাল ও ১ টিকরে সাবান প্রদান করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন. বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবকর সিদ্দিক , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নৌবাহিনী ও পুলিশ বাহীনিক কর্মকর্তারাসহ ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোয়াজ্জেম হোসেন ফরহাদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে জানান, পৌরসভার ৫ নং ওয়ার্ড ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকার ৩ শত হতদরিদ্র কর্মহীন পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ১ কেজি ডাল ও ১ টিকরে সাবান প্রদান করা হয়েছে।