বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন যুবলীগ নেতা সৈয়দ জাকির

প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২১এপ্রিল।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন। দ্বিতীয় দিনের মত মঙ্গলবার সকালে বৃষ্টিতে ভিজেপুড়ে তিনি কর্মবিমূখ ওইসব মানুষের হাতে এ সহায়তা তুলে দেন।

এসময় তার ছোট ভাই সাবেক ছাত্রনেতা সৈয়দ সোলায়মান হোসেন উপস্থিত ছিলেন। জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার টিয়াখালী ইউনিয়নে দুইশতাধিক পরিবারের মাঝে তিনি চাল, ডাল, তেল, আলু ও সাবান সম্বলিত এ সহায়তা পৌঁছে দিয়েছেন। এর আগে তিনি সোমবার সকালে টিয়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

যুবলীগের নেতা সৈয়দ জাকির হোসেন বলেন, কেন্দ্রীয় যুবলীগ সভাপতি-সম্পাদকের নির্দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মবিমূখ দুস্থ মানুষের জন্য তার এ ক্ষুদ্র প্রয়াস। আগামী দিন গুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :