করোনার কারণে কারওয়ান বাজারে খুচরা বিক্রি বন্ধ
প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০
রাজধানীর কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে শুধু পাইকারি ব্যবসায়ীরাই বেঁধে দেয়া সময়ে বেচাকেনা করতে পারবেন। বাজার থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। তেজগাঁও থানার ওসি হাসনাত খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খুচরা বিক্রেতারা এখন থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবেন। শাকসবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কাজ শেষ করতে হবে। মাছ বিক্রেতা ও আড়তদাররা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত।
ওসি জানান, বাজারে গাড়ি ঢুকবে সিএ ভবনের পাশের গলি, ওয়াসা ভবনের সামনের গলি এবং হোটেল লা ভিঞ্চির সামনের গলি দিয়ে। আর বাজার থেকে বেরিয়ে যাবে পেট্রোবাংলা এবং টিসিবি ভবনের সামনের রাস্তা দিয়ে।