ডামুড্যায় বজ্রপাতে পল্লী বিদ্যুতের দুই কর্মচারীর মৃত্যু
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যায় বজ্রপাতে পল্লী বিদ্যুতের দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। “সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল, দুর্যোগে আমরা আলোর গেরিলা” এই স্লোগান কে সামনে রেখেই করোনা ভাইরাস মহামারিতে বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করতেন তারা।
এমনকি ঝড় ও বৃষ্টি উপেক্ষা করে কাজ করেন তারা। যার ফলস্বরূপ বজ্রপাতে প্রাণ গেল তাদের।মৃতব্যক্তিরা হলেন এজিএম সাইফুল ইসলাম খান (৪৫) ও সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান (৫৫)। সোমবার (২০এপ্রিল) দুপুর দেড়টার সময় পূর্বডামুড্যা ইউনিয়নের জয়ালু গ্রামের ০৮ নং ওয়ার্ডের কর্মরত ছিলেন তারা।
দুপুরের দিকে বৃষ্টি ও বিদ্যুৎ চমকালে একটি ঘরে ভিতরে ঢোকার সময় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় গ্রামবাসী।পরে তাদেরকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।