নওগাঁর ধামইরহাটে জমি দখল কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪
প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০
রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জমি দখল কে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার উমাার ইউনিয়নের অন্তর্গত অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার ওই গ্রামের মৃত মফির উদ্দিনের ছেলে মো.এনামুল হোসেন (৪৫) এবং একই এলাকার মৃত দছের উদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হোসেন (৫৫) এর সাথে বসতবাড়ী ১৬শতাংশ জায়গা নিয়ে দির্ঘদিন যাবত বিরোধ চলছিল।
এই জমি দখল নেয়ার জন্য দুপক্ষের মাঝে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এনামুল হক এবং তার মেয়ে রেহেনা (২৫) এনামুলের ভাই জয়নুল (৪০) তার স্ত্রী নুরজাহান বেগম (৩২) এবং মোজাম্মেল হক জখম হয়। বর্তমানে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে এনামুলের অবস্থা আশংজনক। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার জানান,থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।