সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা ঘর থেকে বের হওয়া নিষেধ
প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০
দেশব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষকে বাসায় থাকতে বলা হয়েছে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পাশাপাশি, সারাদেশে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এমন ঘোষণা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ১১ (১) ধারাবলে এই ঘোষণা দেন মহাপরিচালক। ঝুঁকিপূর্ণ ঘোষণার পাশাপাশি জনগণের জন্য তিনটি আদেশও জারি করা হয় বিজ্ঞপ্তিতে।
১. করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।
২. এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ৩. সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।
উল্লেখ্য, বাংলাদেশের দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ১০ জন। আইইডিসিআর’র হিসেবে এ নিয়ে দেশে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৬০ জন আর আক্রান্তের সংখ্যা ১৫৭২।