গলাচিপায় মাই টিভির ১১ বছরে পদার্পণ উপলক্ষে ত্রাণ তহবিলে অনুদান
প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাইটিভির ১১ বছরে পদার্পণ উপলক্ষে মাই টিভির সাংবাদিক হাসান এলাহীর উদ্যোগে উপজেলা প্রশাসন ত্রাণ তহবিলে আর্থিক অনুদান এবং হত দরিদ্র ও দুস্থদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ত্রাণ তহবিলে এ অনুদান তুলে মাই টিভির সাংবাদিক হাসান এলাহী।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা। পরে বেলা ২টায় স্থানীয় দুঃস্থ্য ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মাই টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি হাসান এলাহী। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে মাই টিভির পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
গলাচিপা পৌরসভায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কয়েকশত গরিব, অসহায়, দুঃস্থ্য ও খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে এই ত্রাণ সামগ্রী দেয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড প্রমুখ।