করোনা মোকাবেলা পটুয়াখালীর দশমিনায় সংবাদকর্মীকে পিপিই প্রদান
প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা-বাউফল প্রতিনিধি: করোনা মোকাবেলা সংবাদকর্মীদের সুরক্ষায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ সামচুর রহমান খোকন পটুয়াখালীর দশমিনা রিপোটার্স ইউনিটির কর্মরত তিন সাংবাদকর্মীকে পিপিই প্রদান করেন। বুধবার বেলা ১টায়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ সামচুর রহমান খোকনের ফুফাতো ভাই ও দশমিনা সদর ইউনিয়ানের সাবেক আ’লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন সান্টু সিকদার সাংবাদকর্মীদের হাতে তুলে দেন।
কর্মরত সংবাদকর্মীরা হলেন রিপোটার্স ইউনিটির সভাপতি ও স্টার টিভি এবং লাখোকন্ঠ প্রতিনিধি ফয়েজ আহম্মেদ, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক জনতা প্রতিনিধি এবং চ্যানেল এস টিভি’র দশমিনা-বাউফল প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জী ও খোলা কাগজ প্রতিনিধি বেল্লাল হোসেনকে পিপিই প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহামুদ লিটন ও জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন ভুট্টোসহ আরও অনেকে।