ঝিনাইদহের করোনার মধ্যেও মধুহাটিতে জামাই শ্বাশুড়ির পরোকিয়ার অভিযোগ!
প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০
ঝিনাইদহের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বেড়াশুলা গ্রামে আপন খালা শ্বাশুড়ির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন লম্পট জামাই। জানা যায় বেরাশুলা গ্রামের বিশারতের ছেলে শামিম (৩০) এর সাথে একই পাড়ার আপন খালা শ্বাশুড়ি আজিজুলের স্ত্রী চম্পা খাতুনের সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল। গত,২৮ ফেব্রুয়ারি এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে, এবং এলাকার মাতব্বর মুসল্লিরা তাদের জনো সম্মুখ্যে জুতার মালা পড়িয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়।
কিছু দিন যেতে না যেতেই আবারও তারা একই কাজে লিপ্ত হয়, এবার ছেলের বাবা সাত্তার (ছাগলের ব্যাপারী) তার বিটার বউ এবং লম্পট শামিম কে ধরে ফেলে। শামিম নিজেকে বাচাতে সাত্তারকে আঘাত করে পালিয়ে যায়। শামিমের স্ত্রী দুই সন্তানের জননী হুসনেআরা বলেন, আমার স্বামী আমার আপন খালার সাথে পরোকিয়া করেছে,আমি অনেকবার তাদের নিষেধ করলেও তারা তা শোনেনি, এলাকাবাসী তাদের একবার জুতার মালা পড়িয়েছিল, তাও তারা থামেনি। সেদিনের ঘটনার পর সে বাড়ি ছেড়ে পালিয়েছে। গ্রাম বাসির পক্ষে আবুল হোসেন জানান,শামিমের আপন খালা শ্বাশুড়ি হচ্ছে চম্পা।
কিন্তূ তারা যে এত নেক্কার জনক কাজ করবে তা আমাদের জানা ছিলনা।কিছু কিছুদিন আগে আমরা শালিশে তাদের জুতার মালা পড়িয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়ে ছিলাম, কারন এদের বিয়ে দিব কি করে? এ ব্যাপারে চম্পার শ্বশুর সাত্তার বলেন, শামিম হচ্ছে আমার বিটার বউর জামাই সেই সুবাদে সে আমাদের বাড়িতে আসত, আমরা কখনও ভাবতে পারিনি, যে ওরা এত নিচে নামবে। ওয়ার্ডের মেম্বার রসুল হোসেন বলেন, আসলে লজ্জার কথা, ঘটনা সত্যি এদের একাধিকবার আমরা চেষ্টা করেও থামাতে পারিনি এখন শামিম পলাতক। আমরা চেষ্টা করছি সমাজিক কায়দায় এর মিমাংসা করতে।