সামাজিক দূরত্ব বজায় রাখতে কলাপাড়ায় সবজি বাজার স্থানান্তর

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৫ এপ্রিল।। করোনা ভাইরাসের সংক্রামন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পটুয়াখালীর কলাপাড়ার সবজিবাজার অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের ভলিবল খেলার মাঠে এ বাজারটির কার্যক্রম শুরু করেছে। স্থানান্তরিত বাজারে প্রায় ৩৫ টির অধিক সবজি ব্যবসায়ি দোকান নিয়ে বসেছে।

খোলামেলা স্থানে সবজি বাজার হওয়ায় নারী-পুরুষসহ সর্বশ্রেনীর মানুষ স্বচ্ছন্দবোধ করছেন বলে নিশ্চিত করেছেন ক্রেতা ও বিক্রেতারা। জানা গেছে, ৯ এপ্রিল উপজেলা প্রশাসনের এক জরুরী সভায় মদনমোহন সেবাশ্রম সংলগ্ন রাস্তার ওপর এবং মাছ বাজার সংলগ্ন সড়কে সবজি ব্যবসায়িরা বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় সামাজিক দূরত্ব বজায় থাকছেনা। সে কারনে সভার সিদ্ধান্ত মোতাবেক সবজিবাজার অস্থায়ীভাবে পৌর শহরের ভলিবল খেলার মাঠে স্থানান্তর করা হয়।

কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সাংবাদিকদের জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমলে বাজার টি আগের জায়গায় নিয়ে যাওয়া হবে। বর্তমানে এ মাঠে প্রায় অর্ধশতাধিক কাঁচাবাজারের দোকান এখানে বসানো হয়েছে।

 

আপনার মতামত লিখুন :