করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ডা. মঈন উদ্দীন

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন। বুধবার ভোরে রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। এর আগে সোমবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

গত রবিবার (৫ এপ্রিল) নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে ওই চিকিৎসকের। সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী তিনি। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করে তার পরিবার।

আপনার মতামত লিখুন :