রাজনগরে খাদ্যদ্রব্য, ইফতারসামগ্রী, মাস্ক এবং পিপিই বিতরণ
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মরণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নসহ অন্যান্য এলাকায় কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসাসহ সকল ব্যয়ভার বহন করার ঘোষনা দিলেন বিশিস্ট শিল্পপতি, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মাদ জিলুর রহমান।
সামাজিক দুরত্ব বজায় রেখে তারাপাশা স্কুল এন্ড কলেজ মাঠে আজ ১৪ এপ্রিল দুপুরে অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত এবং কামারচাক ওয়েলয়োর এসোসিয়েশন, বাহরাইন এর উদ্যাগে আয়োজিত করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত ৩হাজার মানুষের মধ্যে খাদ্যদ্রব্য, ইফতারসামগ্রী, মাস্ক এবং পিপিই বিতরণ- ২০২০ইং অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন। বিশিস্ট শিল্পপতি, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর গভনিং বডি সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ জিলুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন- রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান খাঁন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুর রহিম খান, এডভোকেট পার্থ সারথী পাল, অলিলা গ্র“পের পরিচালক ও ইউপি সদস্য জিয়াউর রহমান, আলাউর রহমান প্রমুখ। আয়োজকরা বলেন- করোনাভাইরাসের প্রভাবে বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় নিম্ন আয়ের লোকজন, শ্রমজীবী ও বস্তিবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে অলিলা গ্র“প। খাদ্য সামগ্রী লোকজনদের বাড়ীতে বাড়ীতে পৌছে দেয়া হবে এবং বিতরণ অব্যাহত থাকবে।