গৃহশ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে রাশেদ খান মেনন এমপি
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০
আজ ১৪ মার্চ ২০২০ইং রোজ মঙ্গলবার, সকাল ১১.০০টায়, ৩১/এফ, তোপখানা রোড (নীচ তলা), ঢাকায় জাতীয় গার্হ্যস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অসহায়, দুঃস্থ্য গৃহশ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এম.পি।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় গার্হ্যস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার, উপদেষ্টা আবুল হোসাইন, জাকির হোসেন, মোস্তফা আলমগীর রতন প্রমুখ। রাশেদ খান মেনন এমপি বলেন- মানুষ বাঁচাতে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দরিদ্র মানুষকে সরকারি খাদ্য সহায়তাদানের প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি নগর দরিদ্র্যসহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষদের তালিকা প্রণয়ন করে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানান। ত্রাণ নিয়ে কোনরকম দলবাজি-অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারী নীতি কঠোরভাবে পালন করতে হবে। তিনি গৃহশ্রমিকদের সহায়তাদানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।