এমপি সাহেবের নির্দেশে করমজা ইউনিয়নের ২০০হতদরিদ্র পরিবারের পাশে মেহেদী হাসান

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০

বাকী বিল্লাহ:(বেড়া-সাঁথিয়া)পাবনা প্রতিনিধি: করোনা মহামারিতে বিধ্বস্ত বিশ্বদরবার।অচলাবস্থা বিশ্ব জনজীবন। চলছে বিশ্বব্যাপী লক ডাউন। ঘরবন্দী কোটি কোটি মানুষ।করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক সারাদেশে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে সরকারিভাবে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় পাবনা:৬৮/১ আসনের সাংসদ এডভোকেট শামসুল হক টুকুর নির্দেশক্রমে নিজ তহবিল থেকে সেচ্ছায় পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ২০০ দুইশত কর্মহীন, হতদরিদ্র, শ্রমজীবী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন মেহেদী হাসান।২ দিনব্যাপী এ ত্রাণ সহায়তা কার্যক্রম চলে। মেহেদী হাসান, সাঁথিয়া উপজেলার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগ ও বর্তমান ১ নং যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সাঁথিয়া উপজেলা।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, শিশু খাদ্য দুধ ৪৫০লিটার, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন,১ কেজি ডাউল,১ কেজি লবণ এবং ১ টি করে সাবান। এ বিষয়ে মেহেদী হাসান বলেন, আমি সাধারণ মানুষ হিসেবে করোনার মতো মহামারির সময়ে আমাদের এমপি শামসুল হক টুকুর নির্দেশনায় খেটে খাওয়া হতদরিদ্র শ্রমজীবী মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী সাহায্য নিয়ে দাঁড়িয়েছি।পরিস্থিতি বিবেচনায় আরও সাহায্যের হাত বাড়াবেন বলেও জানান তিনি।

 

আপনার মতামত লিখুন :