কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সমাজসেবক শিপন
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০
মাহাদী হাসান, রাঙ্গাবালী: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ১২০০ পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ইলিয়াস মাহমুদ শিপন। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে নিজ অর্থায়নে ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
সাধারণ ছুটি ঘোষণা ও আয়ের পথ বন্ধ থাকায় এসব পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। গতকাল রবিবার ও আজ সোমবার ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কয়েকজন অসহায়দের সাথে প্রতিবেদক এর কথা হলে তারা বলেন, এভাবে বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়ে অনেক বড় মনের পরিচয় দিয়েছেন তিনি।
আমরা দোয়া করি আল্লাহ তাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস মাহমুদ শিপন বলেন, প্রাণঘাতী করোনার দুর্যোগ মুহূর্তে অসহায়দের পাশে দাঁড়ানোর আমাদের কর্তব্য। আমি সমাজের সকল বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।