হতদরিদ্রদের মাপে চাল কম দেয়ায় নড়াইলে আ’লীগ নেতার কারাদণ্ড
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০
হতদরিদ্রদের জন্য সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল মাপে কম দেয়ায় নড়াইলের শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওএমএস ডিলার আসাদুজ্জামান মোল্যাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার তাকে ২ মাসের কারাদণ্ড দেন। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুফলভোগীদের মাঝে বিতরণকালে মাপে কম দেয়ার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের নেতৃত্বে শাহাবাদ উইনিয়নের বিষ্ণুপুর মোড়ে ওএমএস ডিলার আসাদুজ্জামানের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও প্রত্যেককে ৪, ৫ কেজি করে চাল কম দেয়ার প্রমাণ পান আদালত। এর পরিপ্রেক্ষিতে আদালত দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ডিলার আসাদুজ্জামানকে ২ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে যাদের ওজনে কম দেয়া হয়েছিল তাদের যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়া হয়। দণ্ডপ্রাপ্তকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।