ঝিনাইদহে করোনা প্রতিরাধে বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট
প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: করোনার সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ঝিনাইদহে ১১ টি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শহরের পায়রা চত্বর, হামদহ, আরাপপুরসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়।
এসময় প্রয়োজন ছাড়া ইজিবাইক চলাচল বন্ধ ও মোটর সাইকেলে এক জনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশনা প্রদাণ করা হচ্ছে। এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।