নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ৩ হাজার কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন
প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০
রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস জনিত কারনে সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং সর্বস্তরের সাধারন ছুটির কারনে বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণীপেশারা মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের ঘরে খাদ্যের সংকট দেখা দিয়েছে। প্রেক্ষিতে সরকারের পর্যাপ্ত সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এসেছে।
তারই ধারাবাহিকতায় নওগাঁ মাল্টিপারপাস কো:অপারেটিভ সোসাইটি গত ৩১ মার্চ থেকে প্রতিদিন কর্মহীন শ্রেণীপেশার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী সহযোগিতা ঈস্খদান অব্যাহত রেখেছে। প্রতিদিন গড়ে ২শতাধিক মানুষকে এই সহযোগিতা প্রদান করা হচ্ছে।
নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রধান দপ্তরে সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক এম, মাসুদ রানা উপস্থিত থেকে এসব মানুষের মধ্যে ত্রান বিতরন করছেন। বিতরনকৃত সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ৫ কেজি চাল এবং ১ কেজি করে আলু। গতকাল শনিবার রবিবার পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে সহযোগিতা প্রদান করা হয়েছে।