মাদারীপুরে কুয়েত প্রবাসীর উদ্যোগে করোনায় ক্ষতি গ্রহস্থ ২হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনির কুয়েত প্রবাসী মেরাজ সরদারের অর্থায়নে ও উদ্যোগে উপজেলা প্রশাসনের অনুমতিতে ও সহযোগিতায় সোমবার দুপুরে খালেকের হাট স্কুল মাঠে, এনায়েত নগড় ইউনিয়নের করোনা ভাইরাস পরিস্থিতে ক্ষতিগ্রহস্থ অসহায়, দুঃস্থ ২হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, আলু, পেয়াজ, সাবান, বিতরন করা হয়।

এসময় উপস্থিত থেকে সামগ্রী বিতরন বিতরন করেন, কুয়েত প্রবাসী মেরাজ সরদার, ওর্য়াড মেম্বার মেছের সরদার, খলিল সরদার, নান্না মৃধা সহ অন্যান্যরা। এ সময়ে প্রবাসী মেরাজ সরদার খাদ্র গ্রহিতাদের উদ্দেশ্যে বলেন, আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং আছি। করোনা পরিস্থিতি ভাল না হওয়া পর্যন্ত আগের মত আমার খাদ্র বিতর অব্যাহত থাকবে আপনারা শুধু ঘড়ে থাকুন।

 

আপনার মতামত লিখুন :