কালকিনির গোপালপুর ইউনিয়নের করোনা দুর্যোগে ক্ষতিগ্রহস্থ ৫’শ পরিবারের মাঝে চাল বিতরন

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনির গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় ইউনিয়নের ৫শ’পরিবারের মাঝে সোমবার সকালে পরিষদ ভবন চত্তরে সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়নের করোনা ভাইরাস পরিস্থিতে ক্ষতিগ্রহস্থ অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত থেকে চাল বিতরন করেন ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মাতুব্বর, ট্যাক অফিসার নিরোধ কুমার, ইউপি সদস্য সেলিম সরদার,হালিম বেপারী,রাজ্জাক মাতুব্বর, নুরু মিয়া প্রমুখ।

ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর জনগনের উদ্দেশ্যে বলেন, আপনারা চাল নিয়ে যারযার ঘড়ে অবস্থান করবেন,ঘড় থেকে বেড় হবেন না। সবাই সবার ধর্ম পালন করুন সৃষ্টি কর্তা যেন আমাদের এ ভাইরাস থেকে মুক্তিদেন। আমরা অতিতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বড়বড় সমষ্যা মোকাবিলা করেছি ইনশাআল্লাহ এ বিপদ মোকাবিলা করবো, আপনারা ঘড়ে থাকুন নিয়ম মানুন। সরকার আপনাদের পাশে আছে আমরাও আছি।

 

 

আপনার মতামত লিখুন :