গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৮২ জন

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮০৩ জন।সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭০টি। এর মধ্যে ১৮২ জনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮০৩। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতিতেও অনেকেই নিষেধ না মেনে রাস্তায় ঘুরাফেরা করছেন। স্বাস্থ্য বিধি মেনে চলছেন না।

এর ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই সবার প্রতি আহ্বান বাড়িতে থাকুন। এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১৮ লাখ ৪৮ হাজার ৫০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ১৮৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪ লাখ ২৮ হাজার ৩৩৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৩৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৮০৩ জন।

আপনার মতামত লিখুন :