শিশুকে ধর্ষণের চেষ্টা: গণধোলাই দিয়ে পুলিশকে সোপর্দ

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামিকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত আলী আকবর (২৬) একই এলাকার চাইলার বাড়ির রফিক উল্যার ছেলে। রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে পুলিশ উপজেলার চর হাজারী ইউনিয়নের কদমতলা বাজার সংলগ্ন সুইচ গেইট এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে শিশু ধর্ষণের চেষ্টায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে সে পলাতক ছিল। আজ স্থানীয় এলাকাবাসী তাকে এলাকায় দেখতে পেয়ে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

 

আপনার মতামত লিখুন :